অপুর সারপ্রাইজ গুলশানে শাকিবের বাসায়। শাকিব খান-অপু বিশ্বাস দম্পতির একমাত্র সন্তান আব্রাম খান জয়ের প্রথম জন্মদিন ২৭ সেপ্টেম্বর। এ উপলক্ষে গুলশানে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন অপু।
বুধবার বিকেলে তিনি বলেন, আমি এখন গুলশানে যাচ্ছি। সেখানে আমার শাশুড়িকে সালাম করবো। তারপর জয়কে নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে যাবো।
সন্ধ্যায় জয়ের জন্মদিনের অনুষ্ঠানে শাকিব উপস্থিত থাকবেন কিনা, এমন প্রশ্নের জবাবে অপু বলেন, এটি সবার জন্য সারপ্রাইজ থাকুক।
এদিকে ছেলের জন্য উপহার হিসেবে সোনার মুকুট বানিয়েছেন অপু। অন্যদিকে শাকিব দুপুরে তার ছেলেকে সোনার চেইন উপহার দিয়েছেন বলে জানা গেছে।