স্পোর্টস ডেস্ক : টিম হোটেল ‘ঢাকা ইন্টারকন্টিন্টালে’ জৈব সুরক্ষা বলয়ে ঢোকার আগে করোনা টেস্ট ছিল বাধ্যতামুলক। কোনো কোনো ক্রিকেটার অবশ্য গত ২২ আগস্ট রাত থেকেই হোটেলে জৈব সুরক্ষা বলয়ে আছেন ।
আজ ২৪ আগস্ট রাতের মধ্যে প্রায় সবাই হোটেলে জৈব সুরক্ষা বলয়ে অবস্থান নেবেন । বোর্ড থেকে আগে এমনটাই জানানো হয়েছে । তাহলে যুক্তরাষ্ট্র অবস্থানরত সাকিব আল হাসানের কী হবে ?