নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত সকল শিক্ষকদের শূন্য পদে বদলি নীতিমালা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) আজ২৭ ইং ডিসেম্বর সকালে ঢাকা শিশু কল্যাণ পরিষদের হল রুমে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা থেকে এ দাবি জানানো হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ।
এ সময়ে মোঃ হারুন অর রশিদ বলেন, মাদ্রাসা অধিদপ্তরের বদলি নীতিমালা সংশোধন করে এমপিওভুক্ত সকল শিক্ষকদের শূন্য পদে বদলির নীতিমালা করার আহবান জানান। তিনি পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ,সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু,সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের করতে হবে।
আলোচনা সভা শেষে আ: মান্নানকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা কমিটি গঠন করা হয়।এ সময়ে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ,কে,এম শামীম, কামরুন্নাহার, মোহাম্মদ আলী,সুরুজ্জামান,সহ-সভাপতি আবদুল হাই, ফজলুর রহমান,সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক এলিন তালুকদার, অর্থ সম্পাদক আলাউদ্দিন, যুগ্ম মহাসচিব গোলাম মোস্তফা, জিয়া উদ্দিন, ফারুক আহমেদ প্রমুখ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক : ফয়সাল আহমেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), বার্তা সম্পাদক: মো: মোরশেদ আলম, মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক), সহ-বার্তা সম্পাদক: মো: জিল্লুর রহমান খান, সহকারী সম্পাদক : ইমরান হোসেন।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম