ঢাকা: পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ভারত প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে। বাকি দুটি ম্যাচে বিরাট কোহলিদের হারজিত কোনো যায় আসে না। বেঙ্গালুরুতে নিয়ম রক্ষার চতুর্থ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৪ রান তুলেছে। ভারতকে জিততে হলে করতে হবে ৩৩৫ রান।
চিন্নাস্বামী স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন স্মিথ। তাঁর সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ডেভিড ওয়ার্নার-অ্যারণ ফিঞ্চ ওপেনিং জুটিতে তুলে ফেলেন ২৩১ রান।
আগের ম্যাচেই ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি তুলে নেওয়া ফিঞ্চ এ ম্যাচেও প্রায় পেয়েই গিয়েছিলেন। কিন্তু উমেশ যাদবের বলে ফিরে গেলেন নার্ভাস নাইনটিজের শিকার হয়ে। ফিঞ্চ ৯৪ রানের ইনিংসটি খেলেছেন ৯৬ বলে। ১০টি চারের সঙ্গে ছক্কা মেরেছেন তিনটি।
ফিঞ্চ সেঞ্চুরি না পেলেও তাঁর সঙ্গী ওয়ার্নার ঠিকই ক্যারিয়ারে ১৭তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। কুলদীপ যাদবের বলে আউট হওয়ার নিজের নামের পাশে যোগ করেন ১২৪ রান। ১১৯ বলে ১২টি বাউন্ডারি আর চার ছক্কায় তিনি এই রান করেন। এছাড়া পিটার হ্যান্ডসকম্ব ৪৩, ট্রেভিস হেড ২৯ রান করেছেন। ৭১ রানে ৪ উইকেট নিয়েছেন উমেশ যাদব।