ঢাকা : বিশ্বকাপ এখন পর্যন্ত অনিশ্চিত আর্জেন্টিরা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ইকুয়েডরের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবতে পারবে না মেসিরা। আগামী বুধবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ইকুয়েডরের অতিথিয়তা গ্রহন করবে আর্জেন্টিনা। এ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে তাদের বিশ্বকাপ খেলা।
বিশ্বকাপের বাছাই পর্বে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে তারা। ইকুয়েডরের বিপক্ষে শেষ দুই বারের সাক্ষাতে একটি জয় আর্জেন্টিনার অপরটিতে জয় পায় তারা। বিশ্বকাপে সুযোগ পেতে আর্জেন্টিনার সামনে জয়ের বিকল্প নেই।
কিভাবে বিশ্বকাপ খেলবে মেসিরা আসুন জেনে নেই…
আরজেন্টিনা=২৫ পয়েন্ট——(৬)
কলাম্বিয়া =২৬ পয়েন্ট—— (৪)
পেরু =২৫ পয়েন্ট——-(৫)
চিলি =২৬ পয়েন্ট——-(৩)
পরবর্তী খেলা…
# আর্জেন্টিনা বনাম ইকুয়েডর—-১১ তারিখ বাংলাদেশ সময় ভোর ৫:৩০মিনিট।
আর্জেন্টিনা জিতলে পয়েন্ট = ২৫+৩= ২৮
# ব্রাজিল বনাম চিলি —–১১ বাংলাদেশ সময় ভোর ৫:৩০ মিনিট।
ব্রাজিল জিতলে চিলির পয়েন্ট= ২৬+০=২৬
খেলা ড্র হলে চিলির পয়েন্ট = ২৬+১= ২৭
# পেরু বনাম কলাম্বিয়া ——-১০ তারিখ রাত ৫:৩০ মি.
পেরু জিতলে পেরুর পয়েন্ট = ২৫+৩= ২৮
কলাম্বিয়া জিতলে কলাম্বিয়ারর পয়েন্ট= ২৬+৩= ২৯
আর ড্র হলে পেরু= ২৫+১= ২৬
কলাম্বিয়া =২৬+১=২৭
সমীকরণ………
উপরের পরিসংখ্যান অনুযায়ী হলে ওই ৪ দলে পয়েন্ট টেবিল দাঁড়ায়…..
আর্জেন্টিনা = ২৮ (যদি জিতে)
আর্জেন্টিনা =২৬ (যদি ড্র হয়)
কলাম্বিয়া =২৯ (যদি জিতে)
কলাম্বিয়া = ২৭ (যদি ড্র হয়)
পেরু =২৮ (যদি জিতে)
পেরু =২৬ (যদি ড্র হয়)
চিলি =২৯ (যদি জিতে)
চিলি =২৬ (যদি হারে)
চিলি =২৭ (যদি ড্র হয়)
# যদি আর্জেন্টিনা জিতে যায়, চিলি হেরে যায় এবং কলাম্বিয়া জিতে যায় তবে পয়েন্ট টেবিল.
৩। কলাম্বিয়া——-২৯
৪। আর্জেন্টিনা —২৮
৫। চিলি————-২৬
৬। পেরু————-২৫
# যদি আর্জেন্টিনা জিতে এবং চিলি ড্র করে এবং কলাম্বিয়া জিতে তবে পয়েন্ট টেবিল..
৩। কলাম্বিয়া——-২৯
৪।আর্জেন্টিনা —-২৮
৫।চিলি————–২৬
৬। পেরু————-২৫
* চিলি ড্র করলে বা হারলেই আর আর্জেন্টিনার জয় পেলেই ৪ এ উঠবে।
* অন্য দিকে যদি পেরু ও কলাম্বিয়ার খেলা ড্র হয় এবং আর্জেন্টিনা জিতে তাহলেও আর্জেন্টিনা ৪ এ উঠে যাবে।
অতএব: ইকুয়েডর এর সাথে অবশ্যই জিতে এবং চিলি কে ব্রাজিলের সাথে হারতে হবে অথবা ড্র করলেও সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে আর্জেন্টিনা।