স্টাফ রিপোর্ট : চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত তাসনিম ইসলাম প্রেমা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।
শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেলের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত প্রেমা ঢাকা কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থি ছিলেন।
চিকিৎসকরা জানান, আহত তাসনিম ইসলাম প্রেমাকে হাসপাতালে আনতে দেরি হয়েছিল। ফলে সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।
গত বুধবার (২ এপ্রিল) সকালে চট্টগ্রামের লোহাগড়ার উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রেমার বাবা, মা, ছোট দুই বোন ও ফুফাতো বোনসহ ৭ জন মারা যায়। পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়।