এবারে আয়কর মেলার প্রথমবারের মতো চালু হয়েছেন ট্যাক্স আইডি কার্ড। এছাড়া বাড়তি আকর্ষণ করদাতা সনাক্তে ট্যাক্স পিন পদ্ধতি চালু করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো.নজিবুর রহমান এসব তথ্য জানান। এসময় প্রধান অতিথির বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ২০১০ সালে প্রথম আয়কর মেলায় ৬০ হাজার ৫০০ ব্যক্তি আর সর্বশেষ ২০১৬ সালে আয়কর মেলায় সেবা নিয়েছেন ৯ লাখ ২৯ হাজার ব্যক্তি।এই যে সেবা গ্রহীতা বাড়ছে এটাকে আমার কাছে সব চেয়ে বড় অর্জন মনে হয়েছে। তিনি বলেন, গত বছর এর দুইলাখ করদাতা রিটার্ন জমা দেওয়ার বিপরীতে ২ হাজার ১৩০ কোটি টাকা আয়কর দিয়েছেন।আমি আশা করি এবার তিন হাজার কোটি টাকা ছাড়াবে। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআই এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, আমি বিদেশে পড়াশুনা করেছি , আমি ক্লাস টেনে জেনেছি কিভাবে আয়কর দিতে হবে। আমার পাঠ্যবইয়ে সে বিষয় ছিল। সভাপতির বক্তব্যে নজিবুর রহমান বলেন, আমরা এবার যে পরিবারের সবাই দীর্ঘদিন ধরে আয়কর দিচ্ছে তাদের পুরস্কার সম্মাননা দিব। আমরা তাদেরকে কর বাহাদুর উপাধি দিব। তিনি বলেন, এবার আয়কর মেলার বাড়তি আকর্ষণ থাকবে করদাতাদের রিটার্ন দাখিলের সঙ্গে-সঙ্গে ইনকাম ট্যাক্স আইড কার্ড ও স্টিকার প্রদান করা হবে।এটি এনবিআরের নতুন উদ্ভাবন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি আমাকে পরামর্শ দিয়েছে করদাতাদের পিন নম্বর দেওয়া।যে ট্যাক্স পিন দিয়ে তাদের সনাক্ত করা যাবে।আমরা এ পদ্ধতি চালু করবো। এনবিআর চেয়ারম্যান বলেন, শুরুতেই আমরা একটা ভিড় দেখতে পাচ্ছি। এটা প্রমাণ করে দেশের জনগণ আযকর দিতে উৎসাহিত। আমরা আপনাদের সেবায় সর্বদা আছি। আপনাদের করের টাকাতেই দেশের উন্নয়ন হয়। এবারে ৮ বিভাগীয় শহরে ৭দিন, ৫৬টি উপজেলায় ৪দিন, ৩৪টি উপজেলায় ২দিন ও ৭১টি উপজেলায় (ভ্রাম্যমান) ১দিন মেলা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার মোট ১৮টি জেলা, ২দিন উপজেলাসহ ২০টি স্পটে মেলা অনুষ্ঠিত হচ্ছে। আর রাজধানীর আগারগাঁও নির্মাণাধীন রাজস্ব ভবনে বৃহৎ পরিসরে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।