শিক্ষা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০জন মেধাবী শিক্ষার্থী জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন(এনইএফ) বৃত্তি লাভ করেছেন। এই বৃত্তিপ্রাপ্তরা ঢাবি’র জীববিজ্ঞান অনুষদ এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থী
ঢাবি’র উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ বুধবার তার সভা কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
এ সময়, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক এবং এনইএফ বৃত্তি কমিটির ঢাবি’র প্রতিনিধি অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন উপস্থিত ছিলেন।
এনইএফ বৃত্তিপ্রাপ্তরা হলেন- সাবিকুন্নাহার সামন্ত (উদ্ভিদ বিজ্ঞান), খাদিজাতুল কোবরা (উদ্ভিদ বিজ্ঞান), কানিজ ফাতেমা বুশরা (উদ্ভিদ বিজ্ঞান), নওশাদ বিন জামান (প্রাণিবিদ্যা), আসপিয়া জামান তৃষা (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান), মাসুমা তাবাসসুম মৌমি (অণুজীব বিজ্ঞান), সাদিয়া মোস্তফা মুনমুন (মৎস্যবিজ্ঞান), আল মোয়াল্লিম আস সানি (সমুদ্রবিজ্ঞান), সামিহা আলম তানিশা (ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স) এবং আবু বাসের মজুমদার (আবহাওয়া বিজ্ঞান)।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক : ফয়সাল আহমেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), বার্তা সম্পাদক: মো: মোরশেদ আলম, মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক), সহ-বার্তা সম্পাদক: মো: জিল্লুর রহমান খান, সহকারী সম্পাদক : ইমরান হোসেন।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম