1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত ইরানের হামাদান প্রদেশের কাবুদারাহাং শহরে সামরিক বিমান বিধ্বস্ত চরম আকার ধারণ করেছে শিল্পের গ্যাস সংকট ওষুধ শিল্পের ওপর নতুন করে আরোপিত কর প্রত্যাহার পাবনা জেলা জিয়া সাইবার ফোর্স এর ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন গোলাপগঞ্জহাট ইজারাদার মোশারফের বিরুদ্ধে বীরগঞ্জে তৃতীয় লিঙ্গের সাথী আক্তারের সংবাদ সম্মেলন দূর্গাপুর সাংবাদিক সমাজ ও প্রেস ক্লাবের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস ! কেশবপুরে সরকারী গাছ কাটার দায়ে আলমসাদু গাড়িসহ চালক আটক গাইবান্ধায় বাংলাদেশ নিরাপদ খাদ্য সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের খাদ্য বিষয়ক জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

জুলাই অভ্যুত্থানে যারা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ভোটারদের তথ্য হালনাগাদ শুরু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

নিউজ ডেস্ক: জুলাই অভ্যুত্থানে যারা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের ভোটার তথ্য হালনাগাদ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেখানে বায়োমেট্রিকের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সংশোধনের সুযোগও তারা পাচ্ছেন। দেড় সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে পরিচয়পত্র।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (বিএসএমএমইউ) কেবিন ব্লকে জুলাই বিপ্লবে আহতদের ভোটার হালনাগাদ করতে যায় বিশেষ দল।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের এক টেবিলে বসে ভোটার আবেদনকারীর তথ্য, ছবি তোলা, আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ দিয়ে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করছেন আহতরা। একইসঙ্গে জাতীয় পরিচয়পত্র সংশোধনেরও সুযোগ পাচ্ছেন। আহতদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও পাচ্ছেন বিশেষ এ সুবিধা।

হাসপাতালে আহত এক শিক্ষার্থী বলেন, আমাদের বাসায় গিয়ে ভোটার তথ্য হালনাগাদ করতে হলে ঝামেলা পোহাতে হতো। আমরা তো আহত রোগী, হাঁটাচলা নিষিদ্ধ। যে পদ্ধতিতে তথ্য হালনাগাদ করতে হচ্ছে, এতে আমাদের উপকার হচ্ছে। এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়।

নির্বাচন কমিশনের সহকারী প্রোগ্রামার মো. সাহাবুদ্দীন বলেন, আমরা হাসপাতালে যেসব সেবাগুলো দিচ্ছি-যাদের নতুন এনআইডি কার্ড দরকার বা কার্ড সংশোধন করতে হবে, কার্ড হারিয়ে গিয়েছে অথবা এই জাতীয় কোনো সমস্যা থাকলে আমরা তার সেবা দিচ্ছি।

আহতদের মধ্যে যাদের হাত ও চোখ ক্ষতিগ্রস্ত, তাদের কার্ড দেয়া হচ্ছে কমিশনের অনুমতিতে জানিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির বলেন, স্বাভাবিকভাবে যাদের হাত থাকে না। তাদেরকেও আমরা ভোটার তালিকায় রাখি। তাদেরকেও এনআইডি দেয়া হয়।

তিনি আরও বলেন, আন্দোলনে যাদের (আহতদের) এমন সীমাবদ্ধতা হয়ে গেছে। আমরা কমিশনের অনুমতি নিয়ে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবো এবং এনআইডি দিবো। এ ছাড়াও সারাদেশে যত জায়গায় রোগী আছে, আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করবো।

উল্লেখ্য, শুধু ঢাকার হাসপাতালগুলোয় নয়, পর্যায়ক্রমে এ সেবা দেয়া হবে সারাদেশে জুলাই অভ্যুত্থানে চিকিৎসাধীন আহতদেরকেও।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews