স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু, তার আগেই দুঃসংবাদ দিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
গত বেশ কিছুদিন ধরেই ইনজুরিতে ভুগছেন টাইগারদের অন্যতম সেরা ব্যাটসম্যান ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তামিমের বিশ্বকাপ খেলা এবং স্কোয়াডে থাকা নিয়ে নানা গুঞ্জন চলছিলো।
তবে, এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন তামিম ইকবাল নিজেই। বুধবার (১লা সেপ্টেম্বর) দুপুরে, নিজের ফেরিফায়েড ফেইসবুক পেজে এক ভিডিওবার্তার মাধ্যমে তামিম নিজেই তার সিদ্ধান্তের কথা জানান।