ঢাকা: চিকিৎসা শেষে টানা ৯৪ দিন পর লন্ডন থেকে দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। এ সময় তাকে অভ্যার্থনা জানাতে বিমানবন্দর ও আশপাশের এলাকায় হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করে। সেখানে তিনি নেতা-কর্মীদের বলেছেন, ‘আমি ভালো আছি, সুস্থ আছি।’ খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ কথা জানিয়েছেন। তিনি জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিএনপি চেয়ারপারসন প্রধান সড়কে এলে অপেক্ষমাণ নেতাকর্মীরা উচ্চস্বরে ‘ম্যাডাম কেমন আছেন’ জানতে চান। নেতাকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি ভালো আছেন, সুস্থ আছেন বলে জানান। পরে নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। স্লোগানে স্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত করে তোলেন। এর আগে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে বিকেল ৫টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে দলের মহাসচিব ও শীর্ষ নেতারা তাকে অভ্যর্থনা জানান। দুই ঘণ্টা যানজটের কবলে পড়ে রাত ৭টা ৫৪ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজাতে পৌঁছান বেগম জিয়া।