জীবন নিউজ ডেস্ক : ফ্রি ফায়ার ও পাবজির মতো জনপ্রিয় দুই গেম বন্ধ হচ্ছে বাংলাদেশে। ইতোপূর্বে সাময়িক সময়ের জন্য পাবজি বন্ধ করা হলেও পরে ফের চালু করা হয় গেমটি। শিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি নিয়ে এরই মধ্যে সুপারিশ করা হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে এ বিষয়ে আলোচনা হয়। আলোচনায় গেম দুটি নিয়ে আসক্তির বিষয়ে উদ্বেগ জানানো হয়। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন থেকে সম্প্রতি গেম দুটি নিয়ন্ত্রণের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
আরও পড়ুন…মাসিকের অসহ্য ব্যথা নিরসনে যা করা উচিত
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গেম দুটি কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে ব্যাপক আসক্তি তৈরি করছে। তবে হঠাৎ করেই যদি গেম দুটি বন্ধ করা হয় তাহলে বিরূপ প্রতিক্রিয়া হবে। ধীরে সুস্থে বিকল্প উপায়ে বন্ধ করার জন্য উদ্যোগ নেয়া হবে।
এছাড়া এসব গেমে আসক্তরা ভিপিএনসহ অন্যান্য বিকল্প মাধ্যমে গেম খেলতে পারে- এ আশঙ্কায় সেসব উপায়গুলোও বন্ধের ব্যবস্থা নেয়া হবে। গেরিনা ফ্রি ফায়ার (ফ্রি ফায়ার ব্যাটলগ্রাউন্ডস) হচ্ছে একটি ব্যাটল রয়্যাল গেম।