পারভেজ সরকার ঃ মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ। বুধবার ( ১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে চাষাঢ়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে পুস্পস্তবক অর্পণ করেন পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম । এসময় পিবিআই নারায়ণগঞ্জ সকল পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে পিবিআই নারায়ণগঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে বিজয় দিবসের আলোচনা হয়। সভায় শহীদ বীর মুক্তিযোদ্ধা ,যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।