স্টাফ রিপোর্টার : ভিন্ন ভিন্ন মোবাইল ফোন ব্যবহার করে এবং নিজেদের পরিচয় গোপন করে সাংবাদিক জীবন খানকে হত্যাসহ তার পরিবারের প্রাণনাশের হুমকি দিচ্ছে অজ্ঞত ব্যক্তিবর্গ। তারা মোবাইল ফোনে নিজেদেরকে প্রশাসনের বা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা দাবী করে জীবন খানকে হত্যার হুমকি দিয়ে আসছে। গত জানুয়ারি মাসেও একই ধরনের ঘটনা ঘটে। কিন্তু ১৮ই জানুয়ারি জীবন নিউজ ২৪ ডট কমে একটি সংবাদ প্রকাশ হওয়ার পর কিছুদিন বন্ধ থাকলেও পুনরায় হুমকি দেয়া শুরু হয়েছে। প্রকাশিত সংবাদটি হুবহু তুলে ধরা হলো:- কে বা কারা জীবন নিউজ ২৪ ডট কম এর সম্পাদক সাংবাদিক জীবন খান ও তার পরিবারকে গত দুদিন যাবত ল্যান্ডফোন ও মোবাইল ফোনের মাধ্যমে হত্যা ও গুম করার হুমকি দিয়ে আসছে। হুমকিদাতা নিজেকে কখনো বড় সরকারি কর্মকর্তা, কখনো ইনকাম ট্যাক্স অফিসার, কখনো র্যাব, কখনো পুলিশ আবার কখনো বা পুলিশের সোর্স হিসেবে নিজেকে পরিচয় দিয়ে ০১৭১২-৭৪২২৭৫ এই নম্বরসহ বিভিন্ন মোবাইল ফোন ও ল্যান্ডফোন দিয়ে হুমকি প্রদর্শন করে আসছে। ফোনে তারা সাংবাদিক জীবন খানকে পরিবারসহ হত্যা, তার ব্যবসা প্রতিষ্ঠান মা বাবার দোয়া রাইস এজেন্সীতে আগুন দেয়াসহ তার শিশুকণ্যাকে স্কুল থেকে অপহরণ করবে বলে হুমকি ধামকি দিচ্ছে। হুমকিদাতা যে সকল নম্বরগুলো দিয়ে হুমকি দেয় সেগুলোতে পরবর্তীতে কল করলে তা বন্ধ পাওয়া যায়। তারা নিজেদেরকে মাননীয় সাংসদ শামীম ওসমানের অথবা লিয়াকত হোসেন খোকার ডান হাত বলেও দাবী করে। বিষয়টি লিয়াকত হোসেন খোকাকে অবগত করলে তিনি জানান, এরকম কাউকে তিনি চেনেন না এবং তিনি সাংবাদিককে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন। এই রকম পরিস্থিতিতে সাংবাদিক জীবন খান ও তার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, পরিস্থিতি মোকাবেলায় সাংবাদিক জীবন খান আইনী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন।