বাগেরহাট: বাগেরহাটে সরকারি এক হাজার ১৫২টি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫০ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষক ২১৬ ও সহকারী শিক্ষকের ৪৩৪টি পদ শূন্য। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এ তথ্য জানিয়েছে।
জেলার সব চেয়ে বেশি ১৮৩ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে মোড়েলগঞ্জ উপজেলায়। এর মধ্যে ৩৭টি পদ প্রধান শিক্ষকের। শরণখোলায় শূন্য রয়েছে ৮৬টি পদ। এর মধ্যে ১৪টি প্রধান শিক্ষকের ও ৭৭টি পদ সহকারী শিক্ষকের। কচুয়ায় ৭৭টি শূন্য পদের মধ্যে ২১টি প্রধান শিক্ষকের ও ৫৬টি পদ সহকারী শিক্ষকের। সদর উপজেলায় ৮০টি শূন্য পদের মধ্যে ৪২টি প্রধান শিক্ষক ও ৩৮টি সহকারী শিক্ষকের। ফকিরহাটে ৫৪টির মধ্যে ২৮টি প্রধান শিক্ষকের ও ২৬টি সহকারী শিক্ষকের। মোল্লাহাটের ৪৭টি পদের মধ্যে সাতটি প্রধান শিক্ষকের ও ৪০টি সহকারী শিক্ষকের। রামপালে ৪৪ পদের মধ্যে ২৩টি পদ প্রধান শিক্ষকের ও ২১টি সহকারী শিক্ষকের। মোংলায় ৫০টি শূন্য পদের মধ্যে ৩১টি প্রধান শিক্ষকের ও ১৯টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। চিতলমারীতে ২৮টির মধ্যে ১৩টি পদ প্রধান শিক্ষকের ও ১৫টি শূন্য পদ সহকারী শিক্ষকের।
যেসব বিদ্যালয়ে শিক্ষকের পদ শূন্য রয়েছে, সেসব বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা ও পাঠদান ব্যহত হচ্ছে বলে জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
শরণখোলার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার বলে, স্যার নেই তাই আমাদের স্কুলে সব ক্লাস হয় না।
আরেক শিক্ষার্থী রুমানা বলে, স্কুলে স্যার না থাকায় আমরা স্কুলে এসে বসে থাকি।
অভিভাবক ফরিদ খান বলেন, বাচ্চারা বিদ্যালয়ে গিয়ে বসে থাকে। সব বই পড়াতে পারে না শিক্ষকরা। স্কুলে নাকি শিক্ষক কম।
শরণখোলার কুড়িয়াখালী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রব আকন বলেন, শিক্ষক তো নিয়োগ দেয় সরকার। আমরা কী করবো। বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানছুরা খানম চম্পা জানান, তাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় অফিসিয়াল কাজগুলো সহকারী শিক্ষকদের করতে