আপনি কাউকে কল করলে বা এসএমএস সেন্ড করলে আপনার নম্বরও সঙ্গে সেন্ড হয়ে যায়। আপনি কি কখনো ইচ্ছা করেছেন, আপনি কল করবেন কিন্তু আপনার নম্বর সেন্ড হবে না! এ ব্যাপারে কলার আইডি স্পুফিং আপনাকে সাহায্য করতে পারে। আপনার নম্বর কোন স্ক্যামার পাবে না, হ্যাকার আপনার সিম হাইজ্যাক করতে পারবে না, বা মার্কেটাররা বিরক্তকর এসএমএস সেন্ড করতে পারবে না।
কিন্তু প্রশ্ন হচ্ছে কলার আইডি স্পুফিং টেকনিক কীভাবে কাজ করে? এটা বৈধ নাকি অবৈধ? কীভাবে কলার আইডি স্পুফিং থেকে বাঁচা যেতে পারে? আপনি কীভাবে কলার আইডি স্পুফিং করবেন? এ বিষয়গুলো নিয়েই আলোচনা করা হয়েছে এ লেখায়।
কলার আইডি স্পুফিং কী?
কলার আইডি স্পুফিং হচ্ছে সেই টেকনোলজি যেটা ব্যবহার করলে আপনার আসল কলার আইডি হাইড হয়ে যাবে এবং ফেক কলার আইডি প্রদর্শিত হবে। আপনি কাউকে কল করলে নিশ্চয় আপনার নম্বর তার মোবাইল স্ক্রিনে শো করবে তাই না? কিন্তু কলার আইডি স্পুফিং করলে আপনার নম্বর শো না করে আলাদা নম্বর শো করবে। এখন আপনি যে কোনো নম্বরই ব্যবহার করতে পারেন, তার মোবাইলে আপনার আসল নম্বর শো না করে আপানর সেট করা ফেক নম্বরটি শো করবে।
কলার আইডি স্পুফিং বিশেষ করে প্রাইভেসি রক্ষার জন্য করা হতে পারে। আপনার নম্বর ভুল ব্যক্তির হাতে চলে গেলে নানানভাবে আপনাকে প্রতারিত বা বিরক্ত করার চেষ্টা করতে পারে। যেমন—অনেকেই মেয়ে মানুষের নম্বর পেলে সেখানে কল করে বারবার বিরক্ত করে। কলার আইডি হাইড করে আলাদা নম্বর ব্যবহার করলে আপনার আসল নম্বর কেউ জানবেই না আর বিরক্তও করতে পারবে না।