আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের আগেই নানা হুমকি ধামকি জারি রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১৮ জানুয়ারি) টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি দাবি করেন, চুক্তির প্রথম ধাপ অনুযায়ী কেবল অস্থায়ী যুদ্ধবিরতি হবে। দ্বিতীয় ধাপে পরিকল্পনা মতো না এগুলে আবার যুদ্ধ শুরু হবে গাজায়। এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান ও নবনির্বাচিত দুই প্রেসিডেন্টেরই সমর্থন রয়েছে বলেও জানান। হামাসকে নিঃসঙ্গ করে দেয়ার দাবিও করেন নেতানিয়াহু।
ভাষণের সার্বিক প্রেক্ষাপটে যুদ্ধবিরতি চুক্তিকে তেলআবিবের বিজয় হিসেবে উপস্থাপন করেন তিনি। দাবি করেন, প্রথম ধাপে খসড়া প্রস্তাবে উল্লেখিত সংখ্যার দ্বিগুনের বেশি জিম্মিকে মুক্তি দিতে বাধ্য করা হচ্ছে হামাসকে। মধ্যপ্রাচ্যে ইরানের বলয়কে কাবু করার দাবিও করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
নেতানিয়াহু বলেন, চুক্তির প্রথম ধাপ অস্থায়ী যুদ্ধবিরতি। দ্বিতীয় ধাপে আলোচনা ফলপ্রসূ না হলে আবার যুদ্ধ শুরু করবে ইসরায়েল। আর তা হবে আরও বড় পরিসরে। প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প দু’জনই ইসরায়েলের অভিযানের পক্ষে।
তিনি আরও বলেন, পুরো ইরানি বলয়কে আমরা ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছি। আরও কিছুটা বাকি। মধ্যপ্রাচ্যের চেহারাই বদলে দিয়েছি আমরা।
বিশ্লেষকরা বলছেন, গাজায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েই হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখার স্বার্থেই এমন কৌশল বলে মনে করা হচ্ছে।