নিজউ ডেস্ক: বৃহস্পতিবার (১৯ মে) বিকেল ৫টার মধ্যে প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি না দেয়া হলে স্বেচ্ছায় কারাবরণ ও স্বাস্থ্য বিভাগের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও মুক্তির দাবিতে আজও গাজীপুরে মানববন্ধন করেছেন সংবাদকর্মীরা। বুধবার (১৯ মে) সকালে শহরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে ব্যানার, প্লেকার্ড হাতে ঘণ্টা ধরে অবস্থান করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক শরীফ আহমেদ শামীম, যুগান্তরের সাংবাদিক শাহ সামসুল হক রিপন, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, বিএফইউজের সাবেক যুগ্ম সম্পাদক পুলক ঘোটক, বীর মুক্তিযোদ্ধা অনিল মন্ডল, ৭১ টিভি সাংবাদিক ইকবাল আহমদ সরকার প্রমুখ। অপরদিকে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক রাহিম সরকার। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের মাধ্যমে রোজিনা ইসলামের মুক্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় অবিলম্বে হেনস্তাকারী জেবুন্নেছার বিচার দাবিসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। এছাড়া গাজীপুরের কালিয়াকৈরসহ বিভিন্নস্থানে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সূত্র: সময় নিউজ