শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণ ইফতারের আয়োজন করা হয়েছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যসহ প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই গণ ইফতারের আয়োজন করা হয়। এদিন বিকেল থেকেই বিভিন্ন আবাসিক হল ও মেসের শিক্ষার্থীরা গণ-ইফতারে অংশ নিতে গোলচত্বরে একত্রিত হতে থাকেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইসমাইল হোসেন প্রক্টর অধ্যাপক ড মোখলেসুর রহমান প্রমুখ।
ইফতার মাহফিলের শুরুতে ইসলামী সংগীত পরিবেশন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যরা জুলাই আন্দোলনের শহীদ সদস্যের স্মৃতিচারণা করেন।
বৈষম্য বিরোধী আন্দোলনের শাবিপ্রবির সংগঠক রবিউল হোসেন মামুন বলেন, আজকের এই আয়োজন করার উদ্দেশ্য আমাদের দেশের সুস্থ ধারার সংস্কৃতির পুনর্জাগরণ ঘটানো। আওয়ামী সরকার দেশের সুস্থ ধারার সংস্কৃতি ধ্বংস করে দিয়েছিল। তাদের সময়ে কোন একটা বিশ্ববিদ্যালয়ে গণ-ইফতার আয়োজন করা ছিল দুঃস্বপ্নের মতো। আওয়ামী সরকারের আমলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিন ইফতার আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছিল।
উল্লেখ্য, গত বছর শাবিপ্রবি ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার মহফিল আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে তৎকালীন প্রশাসন। যার প্রতিবাদে শিক্ষার্থীরা গণ-ইফতার কর্মসূচি পালন করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ফের বিজ্ঞপ্তিতে ইফতার মাহফিলের আয়োজনে সকল বাধা প্রত্যাহার করা হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক : ফয়সাল আহমেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), বার্তা সম্পাদক: মো: মোরশেদ আলম, মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক), সহ-বার্তা সম্পাদক: মো: জিল্লুর রহমান খান, সহকারী সম্পাদক : ইমরান হোসেন।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম