দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেনা বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পা মচকে যাওয়ায় তিনি আজ খেলতে পারছেননা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধান নির্বাচক ও ম্যানেজার মিনহাজুল আবেদীন জানিয়েছেন, দুপুরে ডায়মন্ড ওভালে গা গরমের জন্য ফুটবল খেলার সময় মোস্তাফিজের অ্যাংকেল মচকে যায়।
তবে মুস্তাফিজের পরিবর্তে প্রথম ওয়ানডে মাঠে নামবে বাংলাদেশি আরেক পেসার তাসকিন আহমেদ।
মুস্তাফিজের কাঁধের সমস্যাটা পুরনো। ২০১৬ সালে ইংলিশ ক্লাব সাসেক্স অনুশীলনের সময় মুস্তাফিজের বাঁ কাঁধে চোট পায়। এরপর থেকে মুস্তাফিজ বার বার ইনজুরিতে পড়েন। ইনজুরির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে অস্ট্রেলিয়া নিয়ে অপারেশন করিয়েছিলেন।
এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানাডে সিরিজের জন্য টিম বাংলাদেশ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অনেক আগেই। দলে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন ও নতুন মুখ পেসার সাইফ উদ্দিন। এরই মধ্যে ম্যাচের ভেন্যুতে পৌঁছে অনুশীলন শুরু করেছে টাইগাররা। দুই টেস্টে লজ্জাজনক হারের পরও ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ।