সমসাময়িক শিল্প জগতের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের নাদিয়া সামদানী ও রাজীব সামদানী দম্পতি। প্রতিবছর ১০০ জন প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে এই তালিকা করে আসছে লন্ডনভিত্তিক আর্ট রিভিউ ম্যাগাজিন। ২০১৯ সালের ‘পাওয়ার ১০০’ তালিকায় বাংলাদেশি দম্পতির অবস্থান ৪৭তম।
এর আগে বিশ্বের ২০০ জন শিল্প-সংগ্রাহকের তালিকায় স্থান করে নিয়েছিলেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বিশ্বের প্রাচীন ও সর্বাধিক প্রচারিত শিল্প-সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন ‘আর্ট নিউজ’ ওই তালিকা প্রকাশ করে।
নাদিয়া সামদানী ও রাজীব সামদানী দম্পতি দুই জনেই সামদানী আর্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ঢাকা আর্ট সামিটের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা। নাদিয়া ও রাজীব সামদানী দম্পতি বাংলাদেশের তরুণ শিল্পোদ্যোক্তা। একইসঙ্গে তারা দেশের শিল্পের বড় পৃষ্ঠপোষক।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক : ফয়সাল আহমেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), বার্তা সম্পাদক: মো: মোরশেদ আলম, মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক), সহ-বার্তা সম্পাদক: মো: জিল্লুর রহমান খান, সহকারী সম্পাদক : ইমরান হোসেন।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম