নিজস্ব প্রতিনিধি : জীবন নিউজ ২৪ ডট কম এর সম্পাদক সাংবাদিক জীবন খান ও নির্বাহী সম্পাদক মতিউর রহমান জনিকে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দিয়েছে এম এ বারী ও তার স্ত্রী মিসেস ফিরোজা বেগম। তারা মোবাইল ফোনে এই হুমকি প্রদান করে বলে জানা গেছে (যার অডিও রেকর্ড সংরক্ষিত আছে)। মিসেস ফিরোজা বেগম জীবন নিউজ ২৪ ডট কম এর সূচনালগ্ন থেকে এর উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন। সাংবাদিক জীবন খান জানতে পারে যে, সাংবাদিক কার্ড বানিয়ে দিবেন বলে তিনি নাকি বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন। এ বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে জীবন খান তার কাছে জানতে চাইলে তিনি এবং তার স্বামী মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। তারা এই বলে হুমকি দেয় যে, আমরা RAB এর সাথে যোগযোগ করে তো ক্রসফায়ারে দিয়ে দিবো। একইভাবে হুমকি প্রদান করা হয় নির্বাহী সম্পাদক মতিউর রহমান জনিকেও।
বিষয়টি সাংবাদিক জীবন খান RAB এর উর্ধ্বতন কর্মকর্তাকে জানালে তিনি জীবন খান কে বলেন, লিখিত অভিযোগ করলে আমরা পদক্ষেপ গ্রহন করবো। এই রকম পরিস্থিতিতে সাংবাদিক জীবন খান ও সাংবাদিক মতিউর রহমান জনি আইনী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানা গেছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক : ফয়সাল আহমেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), বার্তা সম্পাদক: মো: মোরশেদ আলম, মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক), সহ-বার্তা সম্পাদক: মো: জিল্লুর রহমান খান, সহকারী সম্পাদক : ইমরান হোসেন।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম