1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
নোয়াখালীতে অর্থনৈতিক অসমতা অবসান ও সুবিচার শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর রবিউল ১৬ বছর পর বাড়ী ফিরবেন ! নরসিংদীর বেলাব থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিকা নামে শিশুর মৃত্যু পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত ইরানের হামাদান প্রদেশের কাবুদারাহাং শহরে সামরিক বিমান বিধ্বস্ত চরম আকার ধারণ করেছে শিল্পের গ্যাস সংকট ওষুধ শিল্পের ওপর নতুন করে আরোপিত কর প্রত্যাহার পাবনা জেলা জিয়া সাইবার ফোর্স এর ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন

১৪৭ রানে গুটিয়ে ফলো অনে বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০১৭

ঢাকা: দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের কাছে যেটি ব্যাটিং পিচ বাংলাদেশের কাছে সেটি এক ‘মৃত্যুপরী’। ডিন এলগার, এইডেন মার্করাম, হাশিম আমলা এবং ফাফ ডু প্লেসিস  সেঞ্চুরি হাঁকাচ্ছেন। কিন্তু নিজেদের নামের পাশে ১০ রান যোগ করতে পারছেন না সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাব্বির রহমান কিম্বা মাহমুদউল্লাহরা। তাইতো পচেফস্ট্রুমে ফলো অন এড়াতে পারলেও ব্লুমফন্টেইনে পারল না সফরকারিরা।

দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে ৫৭৩ রারে প্রথম ইনিংস ঘোষণার জবাবে ১৪৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশর প্রথম ইনিংস। ফলে ৪২৬ রানে পিছিয়ে থেকে ফলো অনে ব্যাট করতে নেমেছেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। দ্বিতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। ইমরুল ৬ এবং সৌম্য ১ রানে অপরাজিত আছেন।

শনিবার (৭ অক্টোবর) মধ্যাহ্ন ভোজ বিরতির পর ৪ উইকেটে ৫৭৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে স্কোর বোর্ডে মাত্র ১৩ রান তুলতেই সাঝঘরের পথ ধরেন সৌম্য সরকার। রাবাদার বলে সরাসরি বোল্ড হওয়ার আগে ৯ রান করেন এই ওপেনার। প্রথম টেস্টে একাদশে জায়গা পাননি। তামিম ইকবালের চোটের সুযোগে একাদশে জায়গা পেয়েও কাজে লাগাতে পারলেন না সৌম্য।

সৌম্যর বিদায়ের পর ওয়ানডাউনে নামা মুমিনুল হকও এদিন সুবিধা করতে পারেন নি। মাত্র ৪ রান করে ডুয়েন্নে অলিভিয়েরের বলে কুইন্টন ডি ককের তালুবন্দি হয়ে বিদায় নেন টানা ১১ টেস্টে হাফ সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান। দুই ওভার পরে সেই অলিভিয়ের দ্বিতীয় শিকার হন মুশফিকুর রহীম। টেম্বা বাভুমার দুর্দান্ত ক্যাচ হয়ে ফেরার আগে মাত্র ৭ রান করে বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

দ্রুত তিন উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকা বাংলাদেশের বিপদ বাড়ান মাহমুদউল্লাহ। ওয়েন পারনেলের বলে ডি কককের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই অলরাউন্ডার। এরপর ৪ উইকেটে ৬১ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থকে ফিরে দলের স্কোরে আর কোনো রান যোগ না করেই ফিরে যান ওপেনার ইমরুল কায়েস। ২৬ রান করে রাবাদার দ্বিতীয় শিকার তিনি।

কিছুক্ষণ পর রানের খাতা খোলার আগেই বিদায় নেন সাব্বির। এরপর খানিকটা প্রতিরোধ গড়েন লিটন ও তাইজুল। তাইজুলকে বোল্ড করে জুটি ভাঙেন অলিভিয়ের। এর আগেই ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন লিটন। রাবাদার বলে প্লেসিসের হাতে ধরা পরে বিদায় নেয়ার আগে সর্বোচ্চ ৭০ রান করেই এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

কেশব মহারাজের বলে রানের খাতা খোলার আগেই সাঝঘরে ফেরেন পেসার মোস্তাফিজুর রহমান। রুবেল হোসেনকে বোল্ড করে বাংলাদেশ দলকে ফল ফনে বাদ্য করেন রাবাদা। একইসাথে ৬ষ্ঠ বারের মতো এক ইনিংসে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান তিনি।

এদিন ২টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেড় ঘন্টা (সাড়ে ৩টা) পর শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। ৩ উইকেটে ৪২৮ রান নিয়ে শনিবার (৭ অক্টোবর) বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করেছে দক্ষিণ আফ্রিকার দুই অপরাজিত ব্যাটসম্যান হাশিম আমলা ও ফাফ ডু প্লেসি। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে  দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন হাশিম আমলা।

১০৯তম ম্যাচে টেস্ট ক্যারিয়ারে ২৮তম সেঞ্চুরির স্বাদ নিলেন তিনি। তাই সেঞ্চুরির দিক দিয়ে সাবেক অধিনায়ক গ্রাহাম স্মিথকে পেছনে ফেললেন আমলা। ১১৬ ম্যাচে ২৭টি সেঞ্চুরি নিয়ে এতোদিন দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন স্মিথও। এখন সেটির মালিক হলেন আমলা।

দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ১৬৫ ম্যাচের ক্যারিয়ারে ৪৫টি সেঞ্চুরি করে অবসরে যান ক্যালিস। প্রোটিয়াদের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির দিক দিয়ে কেবল আমলার উপরে আছেন ক্যালিসই।

বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে প্রথম ইনিংসে দলের চতুর্থ ব্যাটোসম্যান হিসেবে ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। অবশেষে থামলেন হাসিম আমলা। শুভাশিষের করা বল কাট করতে গিয়ে সরাসরি বোল্ড হয়ে সাঝঘরে ফেরেন তিনি। তার ১৭৭ বলে ১৫টি চারের সহায়তায় ১৩২ রান করেন তিনি। এরপর ৪ উইকেটে ৫৭৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে দুটি উইকেট নেন শুভাশিষ রায়। এছাড়া একটি উইকেট নেন রুবেল হোসেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews